ফেরত অথবা পরিবর্তন

(Easy Return and Exchange)

বইয়ের ক্ষেত্রেঃ

যে সকল ক্ষেত্রে বই পরিবর্তন করে দেওয়া হয়:

(১) বই বড় ধরনের ছেড়া, ফাটা, কিংবা ভেজা অবস্থায় ডেলিভারি পেলে ।
(২) বইয়ের কোনো পৃষ্ঠা বাদ পড়লে, বইতে কিছু পৃষ্ঠা ছাপা না থাকলে ।
(২) বইয়ের কোনো পৃষ্ঠা বাদ পড়লে, বইতে কিছু পৃষ্ঠা ছাপা না থাকলে ।
(৩) অর্ডারকৃত বইয়ের বদলে ভিন্ন বই চলে গেলে ।
(৪) প্রি অর্ডারকৃত বইয়ের ক্ষেত্রে প্রিন্ট কোয়ালিটি,বইয়ের বাইন্ডিং,কনটেন্ট,কাগজের মান সম্পূর্ন প্রকাশনীর উপর এবং সেলারের উপর নির্ভর করে।এই সংক্রান্ত কোন দাঁয় আমাদের নয়। যদি বড় ধরনের ছেড়া , ফাটা, ভুল বই হলে আমরা পরিবর্তন করে দিব ।
৫। পেইড অর্ডার লিস্টের কোন বই প্রিন্ট না থাকলে/ সংগ্রহ করা না গেলে,সেক্ষেত্রে শুধু ওই বইয়ের টাকা ফেরত পাবেন।সম্পূর্ন লিস্টের অর্ডার ক্যান্সেল করা হবে না।
৬।ভারতীয় বাংলা বইয়ের মুদ্রিত রুপি বাড়লে সেই অনুপাতে মূল্য বাড়বে।
উপরোক্ত বিষয়গুলো পণ্য ডেলিভারির ১ দিনের মধ্যে উপর্যুক্ত প্রমাণ সহ দেখানোর পর বই আমাদের নিকট রিটার্ন হলে এরপর এক্সচেঞ্জ করে দেয়া হবে। কোনো ফি ধার্য করা হবে না। এ ক্ষেত্রে কাস্টোমারকে ফেসবুকের ‘ম্যাসেজ’; ওয়াটস অ্যাপ বা মেইলের মাধ্যমে ছবি প্রদান করতে হবে।
বিঃদ্রঃ পণ্য পাওয়ার ২৪ ঘণ্টার ভিতর পণ্যের সমস্যা সম্পর্কে জানাতে হবে Email অথবা Facebook inbox করে ।
  1. • পণ্যটি রিটার্ন অথবা পরিবর্তন করে নিতে চাইলে অবশ্যই অব্যবহৃত এবং অরিজিনাল অবস্থায় ফেরত দিতে হবে ।

    কোন ড্যামেজ অথবা ব্যবহার করা পণ্য রিটার্ন অথবা পরিবর্তনের জন্য গ্রহণযোগ্য হবে না ।

  2. • রিটার্ন অথবা পরিবর্তন পণ্যটি ইন্দো বাংলা টীম দ্বারা যাচাই করা হবে ।
  3. • অবশ্যই মনে রাখবেন ক্যাশ অন ডেলিভারি চার্জ অথবা শিপিং চার্জ রিফান্ড দেওয়া হবে না ।
  4. • পণ্য অক্ষত এবং অব্যবহৃত থাকতে হবে। ডেলিভারির ১ দিন পর এই পলিসি প্রযোজ্য হবে না ।