তুষার আবদুল্লাহ
কথোপকথনে সাংবাদিকতায় কেটে গেল ত্রিশ বছর। কত রকমারি মানুষ। তাদের কথা শোনার নেশাতেই বুঁদ হয়ে থাকা। টেলিভিশন সাংবাদিকতার দেড় যুগে মানুষকে আরো বহুমাত্রিকতভাবে দেখার সুযোগ হয়েছে। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- বায়ান্নোর ভাষা কন্যা, আমার মিডিয়া সমগ্র, চল বড় ...