মাশুদুল হক (Masudul Haque)
মাশুদুল হকের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। পেশায় লেখক ও চিকিৎসক । থ্রিলার, ফ্যান্টাসি ও সায়েন্স-ফিকশন গল্প-উপন্যাস ও শিশু-কিশোর সাহিত্য নিয়ে কাজ করছেন। সাহিত্য-পুরস্কার : এইচএসবিসি-কালি ও কলম তরুণ কথাসাহিত্যিক পুরস্কার ২০১৩।
- Languages:Bangla