Indo Studio

Indo Bangla
Sat, Jan 7, 2023

কেউ-কেউ বলেন ছোটদের রূপকথার জগৎ হারিয়ে যাচ্ছে। কল্পনার ভাবনায় ভর দিয়ে অপরূপের দুনিয়ায় হারিয়ে যেতে আজকের ছেলেমেয়েরা নাকি চায় না। ভুল। সেই ভুল বারে-বারে প্রমাণ করেছেন নবনীতা দেবসেন। বাংলার শিশুসাহিত্য যেসব অনন্য রূপকথাশিল্পীর ফুলে-ফুলে বর্ণে-গন্ধে পূর্ণ, সেই উপেন্দ্রকিশোর, সুকুমার, যোগীন্দ্রনাথ থেকে শুরু করে রাধারাণী দেবী, সুখলতা রাও, লীলা মজুমদার, সত্যজিৎ রায় প্রমুখের সার্থক উত্তরসূরি নবনীতা দেবসেন। তাঁর নিজের কথায়, ‘আমি নিজেও রূপকথা খুব ভালোবাসি। ছোটবেলাতে যেমন, এখনও প্রায় তেমনি মুগ্ধ হয়ে রূপকথা পড়ে ফেলি।...আমার রূপকথার গল্পগুলি সেই পড়ুয়াদের জন্য, যাদের বুকের মধ্যে শৈশব অমলিন রয়েছে।...’ নানাসময়ের নানান স্বাদের ৬১টি রূপকথার ডালি নিয়ে সাজানো হয়েছে ‘রূপকথা সমগ্র।’ 🌺

Click Here