# জঙ্গলে জঙ্গলে লেখক তার অরন্যবাসের অসাধারন অভিজ্ঞতাগুলিকে সুখপাঠ্য কাহিনীতে পরিণত করে কথাসাহিত্য পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশ করেন । সেগুলিকে নিয়েই জঙ্গলে জঙ্গলে বইটির রুপ দেন। বর্তমান বইটি পরলে পাঠকরা বিশেষভাবে রোমাঞ্চিত হবেন। তৎকালীন জংলের বুকে কর্মময় জীবনযাত্রা যে কীভাবে চাকুরিজীবনে প্রতিফলিত হত তার একটি সুনিপুণ প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাই ।
Click HereIndobangla Book shop